বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করেছে ভারত

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করেছে ভারত

পদ্মাটাইমস ডেস্ক : গণআন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছাড়ার প্রেক্ষাপটে দেশে উদ্ভূত উত্তাল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ করেছে ভারত।

সোমবার বিকালে ভারতীয় রেলওয়ের এক মুখপাত্রের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স ও ইকোনোমিক টাইমস।

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করে তিনটি ট্রেন। এগুলো হচ্ছে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস, ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালী এক্সপ্রেস এবং খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস ট্রেন।

ট্রেনগুলোর চলাচল বন্ধের কথা জানানো হলেও কখন চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশে গেল জুলাই থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সংঘর্ষ-সহিংসতা হলে তা রূপ নেয় সরকার পতনের এক দফার আন্দোলন। সরকারকে পদত্যাগ করতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অসহযোগের দ্বিতীয় দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকামুখী জনস্রোতের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আসে। এরপর তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় জনতা।

প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবরের পর ঢাকার রাস্তায় মিছিল বের করে আনন্দ-উল্লাস করছে মানুষ। আওয়ামী লীগের বিভিন্ন অফিস ও স্থাপনায় অগ্নিসংযোগের খবর এসেছে।

চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনার ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে