বঙ্গভবনে গেলেন মির্জা ফখরুল ও জামায়াত আমিরসহ অনেক নেতা
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪; সময়: ৭:০২ অপরাহ্ণ |
খবর > জাতীয় / শীর্ষ সংবাদ
পদ্মাটাইমস ডেস্ক : বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আরেক বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মাহমুদুল হক ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ আরও কয়েকজন নেতা।
সোমবার একটি মিনিবাসে করে তাদের বঙ্গভবনে পাঠানো হয়।
বঙ্গভবনে যারা গেছেন তারা হলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, হেফাজত নেতা মাহমুদুল হক, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।