সাভার থানায় হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ
পদ্মাটাইমস ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগের খবরের পর থেকেই সাভার মডেল থানায় হামলা করেছেন আন্দোলনকারীরা। এতে দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০জন আহত হয়েছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টা থেকে আন্দোলনকারীদে সঙ্গে পুলিশের সংঘর্ষের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
সরেজমিনে দেখা যায়, বিকেল ৩টার দিকে সাভার পৌর এলাকার থানা রোড়ে স্লোগান দিতে দিতে কয়েকশ আন্দোলনকারী প্রবেশ করে। এ সময় সাভার প্রেসক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে তারা।
পরে তারা সাভার মডেল থানার দিকে এগিয়ে আসে। পরে সাভার মডেল থানার সামনে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। এ সময় আন্দোলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও গুলি ছোঁড়ে। এতে অন্তন ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সন্ধ্যা ৬টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।