বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪; সময়: ৭:২৪ অপরাহ্ণ |
বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ

পদ্মাটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

সোমবার বিকেল ৫টার দিকে সেখানে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। জানা গেছে, বাড়ির ভেতরে আগুন দেওয়া হয়েছে। বাড়ি থেকে জিনিসপত্র বের করে যে যার মতো নিয়ে চলে যাচ্ছেন।

এদিকে, আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ের পুরোনো ও নতুন বিল্ডিংয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে