ভাষণ দেবেন রাষ্ট্রপতি, জানাবেন ‘অন্তর্বর্তী সরকারের রূপরেখা’
পদ্মাটাইমস ডেস্ক : “এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায় সব নিয়ে আলোচনা হয়েছে,” বলেন মাওলানা ফয়জুল করিম।
শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর অন্তর্বর্তী সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার রাতে বঙ্গভবনে ওই বৈঠকের পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, “আজই কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি। অন্তবর্তী সরকারের রূপরেখা ঘোষণা করবেন রাষ্ট্রপতি।”
তিনি বলেন, “এ বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছাত্র নেতৃবৃন্দ ছিলেন। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা কী করতে চাই, যৌথ সরকার কীভাবে করা যায় সব নিয়ে আলোচনা হয়েছে।”
রাত ১০টার মধ্যে রাষ্ট্রপতির ভাষণ প্রচার করা হবে জানিয়ে মাওলানা ফয়জুল করিম বলেন, “ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে বলতে চাই, আপনা শান্ত হোন। আপনার রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্ট করবেন না। থানায় আঘাত করবেন না।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু, জামায়াতের আমীর শফিকুর রহমান ও শেখ মো. মাসুদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে।
আরো ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে রাব্বিদ হেফাজতে ইসলামের মামুনুল হক, মাহাবুবুর রহমান ও মনির হোসেন কাসেমী; জাকের পার্টির শামিম হায়দার; বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকী ও ফিরোজ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ফয়জুল করিম ও আশরাফুল আলমও অংশ নেন বৈঠকে।