রাস্তায় নেমে মেহজাবীনের বিজয় উল্লাস, সঙ্গে কারা?
পদ্মাটাইমস ডেস্ক : ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।
এ সময় বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সকল পেশার সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় আর ঘরে বসে থাকতে পারেননি দেশের তারকারাও। যে যার মত রাস্তায় নেমে কিংবা দলবেঁধে; উল্লাস করেছেন তারা।
সোমবার বিকেলে সামাজিক মাধ্যমে কিছু ছবি প্রকাশ নাট্য নির্মাতা ও পরিচালক রেদওয়ান রনি। তার ফেসবুক পোস্টে প্রকাশ করা সেসব ছবিগুলো দেখে জানা গেল এদিন বিজয় উল্লাস করতে রাস্তায় নেমেছিলেন কোন কোন তারকারা। ছবিগুলো দেখে নেওয়া যাক।
শেখ হাসিনা দেশ ছাড়ার খুশিতে দু হাতে ‘ইয়ো’ সাইন দেখিয়ে উল্লাস প্রকাশ করছেন রেদওয়ান রনি। এ সময় সঙ্গে ছিলেন নাটক জগতের সাঙ্গো-পাঙ্গোরাও। কারা উপস্থিত ছিলেন, পরের ছবিগুলোতে দেখুন।