লালমনিরহাটে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাড়িতে ৬ লাশ
পদ্মাটাইমস ডেস্ক : লালমনিরহাটে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ নেতার বাসা থেকে পুড়ে যাওয়া ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে থানা রোড (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাসা থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের লালমনিরহাটের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সহিদার রহমান জেলা।
মরদেহগুলোর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার বিকালে সরকারের পদত্যাগ খবর ছড়িয়ে পড়লে শহরে বিভিন্ন জায়গা থেকে বিক্ষুব্ধরা জড়ো হতে থাকেন। তারা একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পরে মিছিলটি নিয়ে শহীদ মিনার এলাকার যাওয়ার সময়ে বিক্ষুব্ধরা সুমন খানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময়ে বাড়িটিতে আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের কেউ ছিল না বলে জানা যায়।
পরে সেনাবাহিনীর সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় পুড়ে যাওয়া বাড়িটি থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয় বলেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।