মোহনপুরে শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জামায়াতের আমীরের
নিজস্ব প্রতিবেদক : মোহনপুরে সকল ধরনের সহিংসতা বর্জন করে শান্তিপূর্ণ ভাবে জীবন ব্যবস্থা পরিচালনার লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার বিশেষ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখার আমীর আব্দুল আওয়াল।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে মোহনপুর থানা মোড়ে আয়োজিত সমাবেশে তিনি সকলের শান্তির উদ্দেশ্যে এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, আপনারা নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। আর যেন কেউ দোকানপাটে আগুন না দেয়, কোন ভাই যেন লুটপাটের রাজত্ব না করে। কেউ যেন কারো উপর আক্রমণ না করে। যদি এমন ঘৃণ্য কাজ কেউ করে, আমরা কিন্তু প্রতিরোধ করবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সেক্রেটারি আব্দুল খালেক, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ইসমাইল আলম আল হাসানী, মোহনপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক রায়ঘাটি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, সহকারী সেক্রেটারি আব্দুল আজিজ, কেশরহাট বাজার বনিক সমিতির সেক্রেটারি শরিফুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ শেষে তারা মোহনপুর থানায় গিয়ে ওসি হরিদাস মন্ডলের সাথে সাক্ষাৎ করেন। এরপর মোহনপুর উপজেলা পরিষদে গিয়ে নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকাসহ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আলোচনা করেন।