রাজশাহীতে সংবাদ সম্মেলন করে সব নেতাকর্মীর মুক্তি দাবি

প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪; সময়: ৮:০৪ অপরাহ্ণ |
রাজশাহীতে সংবাদ সম্মেলন করে সব নেতাকর্মীর মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক : সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়েছে বিএনপির রাজশাহী বিভাগীয় কমিটি। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার করতে হবে। শেখ হাসিনার পতন শুধু সরকার পরিবর্তন নয়, এটি একটি বিপ্লব। দীর্ঘদিনের নির্যাতন ও ক্ষোভের কারণে কিছু সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে। তবে মঙ্গলবার থেকে এটি আর হবে না। বিএনপির নেতাকর্মীরা পাড়া-মহল্লায় কমিটি করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন। কেউ হামলা, অগ্নিসংযোগ কিংবা লুটপাটে সম্পৃক্ত হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

তিনি বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। অগ্রাধিকার ভিত্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। দেশের সম্পদ বিনষ্টকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে প্রতিরোধ করার আহবান জানাচ্ছি। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ রাজশাহীর সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ, জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক ড. এনামুল হক, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আসলাম সরকারসহ নেতারা উপস্থিত ছিলেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে