গোদাগাড়ীতে জামায়াতের শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে জামায়াতের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে ডাইংপাড়া মোড়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত উল্লাহর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পশ্চিম জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক আব্দুল খালেক। বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন, জেলা পশ্চিম জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমির নুমায়ুন আলী, সেক্রেটারী হাফিজুর রহমান এবং গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম।
বক্তাগণ, বর্তমান অবস্থায় কোন ধরনের সহিংসতায় না জড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। এছাড়াও অন্য কোন দলের সমাজ বিরোধী কোন ব্যাক্তি জামায়াতের মধ্যে ঢুকে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জানমালের ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সকলকে দৃষ্টি রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
শান্তি সমাবেশের পূর্বে অধ্যাপক আব্দুল খালেকের নেতৃত্বে জামায়াত এবং অঙ্গ সংগঠনের একটি মিছিল পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।