রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারামুক্ত

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৪; সময়: ৯:৪০ পূর্বাহ্ণ |
রাজবাড়ীতে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মী কারামুক্ত

পদ্মাটাইমস ডেস্ক : রাজবাড়ীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি, অঙ্গ সংগঠন ও জামায়াতের ১৫ জন নেতাকর্মী।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে রাজবাড়ী জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এসময় নেতাকর্মীরা জেলগেটে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেতাকর্মীদের কারামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব।

তিনি বলেন, রাজনৈতিক মিথ্যা মামলায় আমাদের ১৫ জন নেতাকর্মী করাবরণ করেছিলো। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তাদের কারামুক্ত হওয়ার বিষয়টি আমাদের আস্বস্ত করা হয়েছিল। গতকাল ৬ আগস্ট বিকেলে তারা কারামুক্ত হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, কোটা আন্দোলনের সময় স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে আমাদের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে তাদের কারাগারে পাঠিয়েছিলো। সেই স্বৈরাচার শাসনের পতনের পর আমাদের সেই নেতাকর্মীরা জামিনে কারামুক্ত হয়েছেন।

সদ্য কারামুক্ত হওয়া রাজবাড়ী মহিলা দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি ইসলাম বলেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিলো। স্বৈরাচার সরকার আজ লেজ গুটিয়ে পালিয়ে গেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে