বাংলাদেশে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪; সময়: ১:৪৫ পূর্বাহ্ণ |
বাংলাদেশে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

পদ্মাটাইমস ডেস্ক : গণ আন্দোলনে সরকার পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বন্ধ করেছে ভারতীয় হাই কমিশন।

বুধবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

“পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পরবর্তী কর্মদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে।”

প্রবল গণ আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন বিকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব হামলা থেকে বাদ যায়নি থানা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ অনেকের বাসাবাড়িও।

এ অবস্থায় আতঙ্কের মধ্যে মঙ্গলবার পুরো ঢাকা পুলিশশূন্য হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ভারতীয় কমিশনের ভিসা কেন্দ্র বন্ধ রাখার এ ঘোষণা এল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে