নাটোরে এবার শহর পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোর শহর পরিচ্ছন্ন রাখতে এবার হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে সড়কে নেমেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়া সড়কের যানজট নিয়ন্ত্রণেও কাজ করছেন এসব শিক্ষার্থী।
বুধবার সকাল থেকে শহরের নিচাবাজার, কানাইখালী সহ বিভিন্ন এলাকায় সড়ক পরিষ্কারে নামেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা। কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিষ্কারসহ নানা আবর্জনা পড়ে ছিল তা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এছাড়া সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেও দেখা যায় তাদের।
এমনকি এই পরিচ্ছন্নতা অভিযান চলার সময় নীচাবাজার এলাকায় একটি মুরগীর দোকানে লুটের ঘটনার খবর পেয়ে লুটেরাদের ধরতে তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনাস্থলে পৌছার আগেই লুটেরার দল মিলন নামে এক মুরগী ব্যবসায়ীর খাঁচা থেকে প্রায় ৩০ টা মুরগী লুট করে নিয়ে যায়।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাড়ি ঘরে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটার পর থেকে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন থেকে বিরত থাকায় সাধারন মানুষের মনে চাপা আতঙ্ক বিরাজ করছে। এছাড়া পরিচ্ছন্ন কর্মীরাও কাজ না করায় শহরে ময়লা আবর্জনা পড়ে থাকায় পরিবেশকে দুষিত করে তুলেছে।
এই অবস্থা থেকে রেহায় পেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহর পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে রাজপথে নেমেছেন।