কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে কচুয়ায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সারাদেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এ আলোচনা সভা করা হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেয়ার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কলেজের সাবেক শিক্ষার্থী কাউছার আহমেদ শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হক, সাবেক শিক্ষার্থী জুবায়ের আহমেদ, সুজনসহ আরও অনেকে।
এসময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন, আব্দুল কুদ্দুস, ইকবাল আহমেদ মিঠু, ইয়ার আহমেদ, প্রভাষক ইয়াছিন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কলেজ মাঠে শিক্ষার্থীরা দুর্নীতি রোধে অঙ্গীকারবদ্ধ হয়। এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানীয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহসিন মিয়া, মনির মজুমদার, ছাত্রদল নেতা, সাব্বির হোসেন, তারেক মিয়াজীসহ অন্যান্য ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।