পবায় বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ নানা স্থান পরিদর্শন করেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ নানা গুরুত্বপূর্ণস্থান পরিদর্শন করেছেন নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বৃহস্পতিবার উপজেলার কোথাও কোন ধরনের হামলা ও লুটতরাজের তথ্য পাওয়া যায়নি।
তবে হুজুরিপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডাইংপাড়া কালাম চৌধুরীর মোড়ে অবস্থিত আলাউদ্দিনের চায়ের দোকানে আগুন দেয়ার চেষ্টা করছিল এক ব্যক্তি। স্থানীয় জনগণ আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে- সেখানে আর্মির টহল গাড়িসহ তিনিও উপস্থিত হন।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি দর্শনপাড়া ইউনিয়নের কবিরাজ পাড়া এলাকার মনসুরের ছেলে মোংলা অপরাধের কথা স্বীকারসহ ক্ষমা প্রার্থনা করে। স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়। পাশাপাশি হামলা ও আগুন ভাংচুর থেকে দুরে থাকতে সতর্ক করে দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘কাউকে ভাড়া করা হচ্ছে আগুন দেওয়ার জন্য, কাউকে ভাড়া করা হচ্ছে ডাকাতি করানোর জন্য তাই সবাইকে অনুরোধ করব দল বেঁধে আপাতত নিজ নিজ এলাকায় রাত জেগে পাহাড়ায় থাকুন। কয়েক দিনের মাঝেই সব ঠিক হবে আমার বিশ্বাস।’
এসময় সাথে ছিলেন পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সহসভাপতি জাহিদ হাসা পলাশ।