রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালকের পদত্যাগের দাবি
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পদত্যাগ দাবি করেছেন একই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অনার্স ও মাস্টার্স এর সকল ব্যাচের শিক্ষার্থীরা।
এক দফা দাবি পরিচালকের পদত্যাগ উল্লেখ করে তারা বিজ্ঞপ্তিতে বলেন, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মতে, শিক্ষাক্ষেত্রে বিশেষ পেশাগত দায়িত্ব পালনের উপযোগী বিশেষজ্ঞ ও মানবসম্পদ তৈরি, একাডেমিক কার্যক্রমগুলো যথাযথভাবে ও সময়মতো পরিচালনা এবং শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনায় আমাদের ইনস্টিটিউটের ভবিষ্যতের উন্নয়নের প্রথম ও প্রধান বাধা বর্তমান পরিচালক।
তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ দাস, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, তার ব্যক্তিগত এজেন্ডা ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের দাবিকে তোয়াক্কা না করেই তাকে পরিচালক হিসাবে নিয়োগ দেন।
কিন্তু ইনস্টিটিউট এবং তার বিশেষায়িত শিক্ষাক্রমের সাথে পরিচিতি ও সুস্পষ্ট ধারণা না থাকায় তিনি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। বিভিন্ন উপায়ে সেশন জট তৈরি করে তিনি একাডেমিক কার্যক্রম ব্যাহত করেছেন ও শিক্ষার্থীদের বঞ্চিত করেন।
তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তিনি ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা ও আভ্যন্তরীণ বিষয়গুলোকে মূল্যায়ন করেননি ও এসব অংশীজনদের সাথে প্রতিনিয়ত অসহযোগিতামূলক আচরণ করেন। এমনকি শিক্ষকদের মতামতের মূল্যায়নও করেন না।
তাঁর এই সার্বিক অনিয়ম, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ইনস্টিটিউটে অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত সকল ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে স্বৈরাচারী পরিচালককে ইনস্টিটিউটে অবাঞ্চিত ঘোষণা করছে এবং শিক্ষকগণ ও শিক্ষার্থীদের নিকট ক্ষমা প্রার্থনা করে অনতিবিলম্বে পদত্যাগের অনুরোধ জানাচ্ছে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমন্বয়ক তামিম আল নূর বলেন, ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের সম্মতিতে আমরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালকের পদত্যাগের দাবি করেছি।
আশা করি উনি (অধ্যাপক. দুলাল চন্দ্র বিশ্বাস) দ্রুত পদত্যাগ করবেন। নাহলে ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের পরামর্শক্রমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।