রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালকের পদত্যাগের দাবি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪; সময়: ৬:৪৬ অপরাহ্ণ |
রাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালকের পদত্যাগের দাবি

নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের পদত্যাগ দাবি করেছেন একই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অনার্স ও মাস্টার্স এর সকল ব্যাচের শিক্ষার্থীরা।

এক দফা দাবি পরিচালকের পদত্যাগ উল্লেখ করে তারা বিজ্ঞপ্তিতে বলেন, অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীদের মতে, শিক্ষাক্ষেত্রে বিশেষ পেশাগত দায়িত্ব পালনের উপযোগী বিশেষজ্ঞ ও মানবসম্পদ তৈরি, একাডেমিক কার্যক্রমগুলো যথাযথভাবে ও সময়মতো পরিচালনা এবং শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ গবেষণা পরিচালনায় আমাদের ইনস্টিটিউটের ভবিষ্যতের উন্নয়নের প্রথম ও প্রধান বাধা বর্তমান পরিচালক।

তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ দাস, উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, তার ব্যক্তিগত এজেন্ডা ও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের দাবিকে তোয়াক্কা না করেই তাকে পরিচালক হিসাবে নিয়োগ দেন।

কিন্তু ইনস্টিটিউট এবং তার বিশেষায়িত শিক্ষাক্রমের সাথে পরিচিতি ও সুস্পষ্ট ধারণা না থাকায় তিনি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যান। বিভিন্ন উপায়ে সেশন জট তৈরি করে তিনি একাডেমিক কার্যক্রম ব্যাহত করেছেন ও শিক্ষার্থীদের বঞ্চিত করেন।

তারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তিনি ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা ও আভ্যন্তরীণ বিষয়গুলোকে মূল্যায়ন করেননি ও এসব অংশীজনদের সাথে প্রতিনিয়ত অসহযোগিতামূলক আচরণ করেন। এমনকি শিক্ষকদের মতামতের মূল্যায়নও করেন না।

তাঁর এই সার্বিক অনিয়ম, অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ইনস্টিটিউটে অনার্স ও মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত সকল ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে স্বৈরাচারী পরিচালককে ইনস্টিটিউটে অবাঞ্চিত ঘোষণা করছে এবং শিক্ষকগণ ও শিক্ষার্থীদের নিকট ক্ষমা প্রার্থনা করে অনতিবিলম্বে পদত্যাগের অনুরোধ জানাচ্ছে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সমন্বয়ক তামিম আল নূর বলেন, ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের সম্মতিতে আমরা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালকের পদত্যাগের দাবি করেছি।

আশা করি উনি (অধ্যাপক. দুলাল চন্দ্র বিশ্বাস) দ্রুত পদত্যাগ করবেন। নাহলে ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের পরামর্শক্রমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে