জয়পুরহাট থানার কার্যক্রম শুরু

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪; সময়: ৬:৫০ অপরাহ্ণ |
জয়পুরহাট থানার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট সদর থানার কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) সকাল ১২টার দিকে এ কার্যক্রম শুরু করা হয়।

এর আগে থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম, সেনাবাহিনীর জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা অফিসার লে: কর্ণেল জুবায়েরসহ অন্যরা।

পরিদর্শন শেষে এক ভূক্তভোগীর সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে থানার কার্যক্রম শুরু হয়েছে। এসময় থানায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, পুলিশের অ্যাক্টিভিটি ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা একবারেই অসম্ভব। সেনাবাহিনী সকল উপজেলায় যাচ্ছে। গত ক’দিনে যা হয়েছে, সেসব বিষয়ে মানুষ গিয়ে থানায় অভিযোগ জানাতে পারে।

প্রসঙ্গত: গত সোমবার (৫ আগষ্ট) জয়পুরহাট সদর থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে লুটপাট শেষে অগ্নিসংযোগ করে পুরো থানা আগুন দিয়ে জালিয়ে দেয়। এসময় থানায় সকল পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। রাতে সেনাবাহিনী এসে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করে। সেই থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে