আন্দোলনে নিহতদের স্মরণে কচুয়ায় দোয়া ও মিলাদ মাহফিল
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪; সময়: ৭:০৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, কচুয়া : সারাদেশে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার উপজেলার চাংপুর পশ্চিম পাড়া জামে মসজিদে বিতারা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ মিলাদ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রফিক পাটওয়ারী, বিতারা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।