নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দোয়া ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা উপজেলায় কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নলডাঙ্গা রেলস্টেশনে শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোঃ জিয়াউল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা নির্যাতিত হলেও, অন্য কাউকে নির্যাতিত হতে দেব না। এই নলডাঙ্গার মাটিতে কোন মাদকসেবী সন্ত্রাসী ও অপকর্মে জড়িতদের স্থান দিব না।
তিনি আরো বলেন, আমরা সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য তাদের পাশে সব সময় থাকবো এবং প্রশাসনকে সহযোগিতা করবো।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইয়াছিন উর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আনিছুর রহমান, নলডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারী মোঃ আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা হাফেজ আব্দুল বারিক, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোহাইমিন সহ প্রমূখ।
বক্তব্য শেষে নলডাঙ্গা রেলস্টেশন জামে মসজিদের ঈমাম মাওলানা শমসের আলী কোটা সংস্কার আন্দোলনে সকল শহীদদের জন্য দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন।