ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪; সময়: ৯:২০ পূর্বাহ্ণ |
ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যা বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (৯ আগস্ট) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা প্রজ্ঞা ও সততার সঙ্গে জাতিকে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও লিখেছেন, বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি, ‘যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয়, চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক’।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী লিখেছেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের পদে পদে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে