শিবগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর, আহত ১৮

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪; সময়: ৬:১৫ অপরাহ্ণ |
শিবগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুর, আহত ১৮

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে শিবগঞ্জ পৌর সেলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ এলাকায় বফাত শেখের ছেলে রবিউল শেখ একই এলাকার নেজাম শেখের ছেলে কামালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে জমির সীমানা প্রাচীর দিতে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রবিউল পক্ষের ১২ জন ও কামাল পক্ষের ছয়জন আহত হন। এতে উভয় পক্ষের ১৮ জন আহত হন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয় রবিউলের বাড়িঘর ও আসবাবপত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আকসা জানান, দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ১৭ আহত হয়েছেন। ভুক্তভোগী মামুন অর রশিদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জমি বিরোধের জেরে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে