স্বাধীনতার পর বড় বিপ্লব সূচিত করেছে ছাত্ররা : এডিশনাল ডিআইজি

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪; সময়: ৬:২৬ অপরাহ্ণ |
স্বাধীনতার পর বড় বিপ্লব সূচিত করেছে ছাত্ররা : এডিশনাল ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : পুলিশ হেড কোয়ার্টারের এডিশনাল ডিআইজি সোয়াইব রিয়াজ আলম বলেছেন, ছাত্রদের কারণে দেশে অনেক বিপ্লব হয়েছে। তবে স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপ্লব রচিত হয়েছে এইবার।

এনায়েতপুরসহ সারা দেশে বিভিন্ন পরিস্থিতির কারনে বিগত কিছুদিন আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। পুলিশের থানার কার্যক্রম না থাকায় বিভিন্ন স্থানে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে। যারা প্রকৃত অপরাধী তারা এসময়ে এসব সুযোগ নিচ্ছে। এতে সাধারণ মানুষের বিপদ আরো বেড়েছে।

এ কারণে আমরা এনায়েতপুর থানার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আপনারা পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা চাই সবাই মিলে দেশটাকে নতুন করে সাজাতে। তিনি শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অগ্নী সংযোগ ভাংচুর ও হতাহতের ঘটনাস্থল সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পরিদর্শন শেষে উপস্থিত রাজনৈতিক পেশাজীবিদের নিয়ে সমাবেশ ও থানার কার্যক্রম নতুন করে শুরুর ঘোষনা দিয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি আপনারা আমাদের সার্বিক সহায়তা করবেন। তবে পুলিশ সদস্যদের অনেকে এখনো ভীতির মধ্যে রয়েছে। তাদেরকে সহযোগীতা দিয়ে আপনারা আপন করে নেবেন। তাদের ভয় দূর করবেন।

এসময় রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল, ক্যাপ্টেন সুদিপ্ত দাস, এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল আলম শিকদার, সাবেক সাধারন সম্পাদক রওশন আলী সরকার মন্টু, থানা জামায়াতের আমীর ডাঃ সেলিম রেজা, সাধারন সম্পাদক ডাঃ মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এদিকে নতুন ওসি হিসেবে এনায়েতপুর থানায় যোগদান করেছেন হাসিব আলম। তিনি থানার সেবা কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সহ ১৫ পুলিশ এবং ৩ ছাত্র-জনতা নিহত ও থানায় অগ্নী সংযোগ ভাংচুর হয়। বিষয়টি নিয়ে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে