কচুয়ায় যানযট রোধ ও বাজার মনিটরিং নিয়ন্ত্রণে স্কাউট সদস্যরা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪; সময়: ৬:৪৫ অপরাহ্ণ |
কচুয়ায় যানযট রোধ ও বাজার মনিটরিং নিয়ন্ত্রণে স্কাউট সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া থানা পাহারা, সড়কে মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা রোধ এবং বাজার মনিটরিং নিয়ন্ত্রণে কাজ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা।

বৃষ্টি উপেক্ষা করেই কচুয়া থানা পুলিশের নিরাপত্তা ও যানযট নিরসনে দায়িত্ব পালনে রাস্তায় নেমেছেন স্কাউট সদস্যরা। ৬ আগস্ট থেকে কচুয়া বাজার, রহিমানগর, পালাখাল ও সাচার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতন করার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করেন স্কাউট শিক্ষার্থীরা।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছেন তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও সরকারি-সেবরকারি স্থাপনা পরিস্কার করেছেন স্কাউট শিক্ষার্থীরা।

কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, সানরাইজ ওপেন স্কাউট গ্রুপ ও কচুয়া ক্যামব্রিয়ান স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা দায়িত্ব পালন করেন।

কচুয়া আদর্শ ওপেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার বিনয় সরকার ও চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার মেহেদী হাসান সাইফুল বলেন, যেহেতু থানা ও ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে, সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি। পাশাপাশি সড়কে নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি।

তাছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি। এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমেছে। স্কাউট শিক্ষার্থীরা দায়িত্ব পালন করায় সাধারণ মানুষও খুশি বলেও জানান তারা।

 

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে