গোদাগাড়ীতে জামায়াতের সম্প্রীতি সভা

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪; সময়: ৯:০৭ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে জামায়াতের সম্প্রীতি সভা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের জনগণের সমন্বয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব পৌরসভার ৪ নং ওয়ার্ডের বারুইপাড়া(গুড়িপাড়া) গ্রামে এই সভা হয়।

পৌর জামায়াতের আমীর  আনারুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর  অধ্যাপক মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী, জেলা পশ্চিম জামায়াতের আমীর অধ্যাপক আবদুল খালেক, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল খালেক,  জেলা সহসেক্রেটারী ড ওবায়দুল্লাহ,  সনাতন ধর্মাবলম্বী নেতা শিমুল প্রতিম মজুমদার,  শ্রী বিশ্বনাথ মন্ডল,  শ্রী দয়াল মন্ডল, বীরেন কুমার প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, আমি ১৯৮৬ সালে এমপি ছিলাম। তখন  থেকে এজনপদের মানুষের সাথে আমার নিরবিচ্ছিন্ন সম্পর্ক। এরকম ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন কে কুচক্রী মহল নস্ট করতে চাই। আপনারা সতর্ক থাকবেন। এ ব্যাপারে জামায়াত শিবিরের নেতাকর্মীদের যে কোন অপপ্রয়াসের বিরুদ্ধে জনগণের পাশে থাকার নির্দেশ দেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে