ঈশ্বরদীতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছে।
রোববার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয় । এতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম অন্তর।
তিনি বলেন, আমরা ছাত্ররা দেশের জন্য, ঈশ্বরদীকে নতুন করে গোছানোর কাজ করছি। আমাদের সহায়তা করুণ। আমরা অভ্যাসের দাস, দীর্ঘ ১৬ বছর আপনারা যেভাবে চলেছেন, নতুনভাবে সঠিক নিয়মে চলতে আপাতত কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। এটা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’
লিখিত বক্তব্যে অন্তর বলেন, ঈশ্বরদীতে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় পাবনা এডওয়ার্ড কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়, ঈশ্বরদী সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিয়েছে। এ কারণে আমাদের নানাভাবে হুমকি দেওয়া হয়। তারপরও আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। কোনো সুবিধাবাদী মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করতে পারবে না। শিক্ষার্থীদের কর্মকান্ডগুলো যেন মিডিয়ায় আসে সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
এ সময় শিক্ষার্থী তাসরিম মাহবুব প্রাপ্তি, মো. আশিক মোল্লা, আসিফুল ইসলাম জীবন, ফজলে রাব্বি সিয়াম উপস্থিত ছিলেন।
পরে নয় সমন্বয়কের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন- তাসনিম মাহবুব প্রাপ্তি (রুয়েট), মো. আসিফ মোল্লা (রুয়েট), মো. শাওন হোসেন (ইস্টার্ন চিকিৎসক), মো. রাউফুল ইসলাম অন্তর (ইস্ট-ওয়েস্ট ইনভার্সিটি), যারিন তাসনিম সিমি (বাকৃবি), ফজলে রাব্বি সিয়াম (ঈশ্বরদী সরকারি কলেজ), মো. ইব্রাহিম রহমান (পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ), আসফিুল ইসলাম জারিফ (পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ) ও আসাদুজ্জামান রকিব (পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ)।