স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি: সজীব ওয়াজেদ জয়

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪; সময়: ৯:৪৬ পূর্বাহ্ণ |
খবর > জাতীয় / লিড
স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি: সজীব ওয়াজেদ জয়

পদ্মাটাইমস ডেস্ক : জনতা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতো একই পরিণতির হুমকি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয় লেখেন, “আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন এবং এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে, সেটাও উল্লেখ করেছেন। তার এই সৎ পরামর্শ কোনভাবেই মেনে নিতে পারেনি সেই একই ‘মব’, বরং তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে।”

এর আগে সোমবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দেন। তিনি বলেন, “আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত হতে হবে, এবং প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের সাহায্য করা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের পরপরই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সজীব ওয়াজেদ জয়ের পোস্টে সেই প্রতিক্রিয়ার একটি দিক তুলে ধরা হয়, যা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে