নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘন্টা সড়কে অবস্থান নেন তাঁরা । এতে সড়কে যানজট সৃষ্টি হয়। বিকল্প সড়ক দিয়ে যানচলাচল শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, সরকারের পদত্যাগের দিন রাতে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া তাদের হুমকি দেয় কিছু সুযোগ সন্ধানী মহল থেকে ।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পদ রক্ষার্থে অগ্নিসংযোগ ও রাষ্ট্রবিরোধী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি এবং সকল বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃংখলা ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানান । হামলা, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টি থেকে সন্ত্রাসীদের বিরত থাকার আহ্বান জানান তাঁরা ।