সিরাজগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪; সময়: ৫:৫৮ অপরাহ্ণ |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগকে দল গোছানোর পরামর্শ দেয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার দুপুরে এমপির উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলে জেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।