কোটা আন্দোলনে শহীদ ক্যাডেট শিহাবরা জাতীয় বীর ন্যায় ও সংগ্রামের প্রতীক
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান
বলেছেন, গত চার আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে নিহত কলেজ ছাত্র শিহাব আহমেদ দেশের জন্য যে আত্মত্যাগ করে গেছেন এজন্য তিনি আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে আজীবন বেঁচে থাকবেন। এ আন্দোলনে অগণিত শহীদরা ন্যায় ও সংগ্রামের প্রতীক এবং জাতীয় বীর হিসেবে সকল সময়ে সকল কাজে আমরা স্মরণ করব। এছাড়া ক্যাডেট শিহাব যে স্বপ্নের জন্য জীবন দিয়ে গেছেন তা বাস্তবায়নে আমরা কাজ করে যাব। তাদের আত্ম ত্যাগের মর্যাদা আমরা রক্ষা করব।
তিনি আরো বলেন, বিএনসিসি হচ্ছে ঐতিহ্যবাহী পুরাতন সংস্থা। যারা দেশের জন্য স্বেচ্ছাশ্রমে নানা কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যাব। শহীদ শিহাব হচ্ছেন এনায়েতপুর বাসীর গর্বের সন্তান। সকলের প্রচেষ্টায় আমাদের দেশ সুখী সমৃদ্ধ হলেই কেবল ক্যাডেট শিহাব সহ সকল শহীদদের রক্ত বৃথা যাবে না।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত ৪ আগস্ট থানায় পুলিশের সাথে সংঘর্ষে পুলিশ জনতা সহ ১৯ জনের সাথে নিহত হন মাধবপুরের
কলেজ ছাত্র ক্যাডেট শিহাব। তার বাড়িতে মঙ্গলবার সকালে পরিবারকে সহানুভূতি জানাতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি তার পরিবারকে আর্থিক সহায়তা এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এর আগে গ্রামের কবরস্থানে শায়িত শহীদ শিহাব ও সিয়ামের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের সাথে মেজর আবু রিফাত মোহাম্মদ মোতালেব উপস্থিত ছিলেন।
পরে তিনি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পরিদর্শন করেন।