বেলকুচিতে বিএনপি নেতার আওয়ামী লীগের কার্যালয় দখল

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
বেলকুচিতে বিএনপি নেতার আওয়ামী লীগের কার্যালয় দখল

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় দখল করে বিএনপির দলীয় সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল এ সাইনবোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এ নিয়ে জেলা জুড়ে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে।

দলীয় কার্যালয় দখলের বিষয়ে অভিযোগ করে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, গত ৫ আগস্ট বিকেলে প্রথমে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করেন বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীরা। এরপর ৬ আগস্ট বিএনপি নেতা রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড লাগানো হয়েছে।
লতিফ বিশ্বাস আরো বলেন, কার্যালয়ের জন্য জায়গাটি কিনে ২০১৭ সালে ভবন নির্মাণ করে আওয়ামী লীগের কার্যালয় আমি করে দিয়েছি। এটা আমার নিজ সম্পত্তি।
দখল হওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করেছি।

দখলের অভিযোগের বিষয় অস্বীকার করে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল জানান, আওয়ামী লীগের যেখানে কার্যালয় করা হয়েছে সে জায়গাটা আমাদের ৪ বাবা চাচার। আমিও এর অংশীদার। আমার ছোট চাচা হাই সরকারের কাছ থেকে কিছু জায়গায় লিখে নিয়ে দলিল করে নিয়েছেন লতিফ বিশ্বাস। এ নিয়ে হাইকোর্ট থেকে অনেক আগে আমরা রায়ও পেয়েছি। তারপরও এ দলীয় কার্যালয়টি আমি নিজে দখল করিনি। পূর্ব থেকেই দলীয় নেতাকর্মীরা আমার জায়গা জেনে নিজেরাই উৎসাহিত হয়ে সেখানে বিএনপি কার্যালয় হিসেবে নাম দিয়েছে।

এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জানান, মূল ধারার বিএনপি নেতারা এই দখলের সঙ্গে জড়িত নন।

এদিকে চাঞ্চল্যকর এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কোনো দলের কার্যালয় দখল করার পক্ষে আমরা নেই। রাজ্জাক মণ্ডল বিএনপির বহিষ্কৃত নেতা। এখনো তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। আওয়ামীলীগ কার্যালয় দখল তিনি নিজ দায়িত্বে করেছেন। এর দায় বিএনপি নেবে না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে