সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে র‌্যালি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪; সময়: ১০:১২ অপরাহ্ণ |
সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সোনামসজিদ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সোনামসজিদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বাসির হোসেন, নাসিদুল আলম সাকিল, শহিদুল ইসলাম, সুমন ইসলাম, সদস্য বুলবুল ইসলাম, মেহেদী হাসান ও অহেদুল্লাহ আহাদসহ অন্যরা।

ছাত্র নেতারা- সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা হত্যাকা-ের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে