শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪; সময়: ৫:১০ অপরাহ্ণ |
শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
দীর্ঘ দশ বছর যাবত গুমের শিকার সোনামসজিদ এলাকার মফিজ উদ্দিনের সাথে সারাদেশের গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ও দেশের সকল সেক্টরকে লুটপাট-দুর্নীতি মুক্তকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র-জনতার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, শিক্ষার্থী ফাইজ রহমান তনয়, আসিক শাহ নেওয়াজ, সাইমুন ইসলাম সাদাত, রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইফতেখার আল মামুন ও সোহানুর ইসলামসহ অন্যরা।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-স্থানীয় জনতা ও গুমের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা- সারাদেশের গুমের সংস্কৃতি বিলুপ্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দেশের সকল সেক্টরকে লুটপাট-দুর্নীতি মুক্তকরণের দাবি জানান।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও যারা হত্যাকা-ের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে