নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪; সময়: ৬:০০ অপরাহ্ণ |
নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ জেলায় প্রায় ১৩৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেছে।ছাত্র-জনতার আন্দোলোনের মুখে সৈরাচার সরকার পতনের পর প্রাথমিক ও গন-শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আজ থেকে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। বুধবার সকালে নওগাঁ পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীরা শ্রেনী কক্ষে ক্লাস করছেন । আর শিক্ষকরা পাঠদান করছেন।

প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক লায়লা বেগম জানান- ৬ আগস্ট থেকে প্রাথমিক বিদ্যালয়টি খোলা থাকলেও কার্যক্রম ছিলো না । আর দেশের অভ্যুথান পরিস্থিতিতে শিক্ষার্থীরাও ক্লাসে ফিরে ছিলো না । আজ সকাল ১০টা থেকে প্রতিটি শ্রেনী কক্ষে শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে । আর শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ।

অভিভাবকরা জানিয়েছেন- পরিস্থিতি বিবেচনায় তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান নি । পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে সাথে করে দিয়ে যাচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন ।

শিক্ষার্থীরা জানিয়েছেন- বিদ্যালয়ে এসে ক্লাস করতে পেরে তারা আনন্দিত । শ্রেনীকক্ষে সহপাঠী বন্ধুদের সাথে ক্লাসে ফিরতে পেরে তারা খুশি।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানিয়েছেন- মন্ত্রনালয়ের নির্দেশে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয় গুলোতে আজ থেকে পুরোদমে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে । প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা পালনের জন্য অবগত করা হয়েছে। প্রথমদিকে শিক্ষার্থী উপস্থিত কম হলেও ক্রমেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হবে বলে আশা করেন তিনি ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে