মোহনপুরে বিএনপির শান্তি সমাবেশ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪; সময়: ৮:৩৭ অপরাহ্ণ |
মোহনপুরে বিএনপির শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিউল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সদস্য সচিব বাচ্চু রহমান, ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মুকবুল হোসেন, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় দেশে সকল ধরনের অন্যায়ের নিন্দা জানান। আগামীতে গণতান্ত্রিক নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামানা করেন ও আওয়ামী লীগের দ্বারা ছাত্র-জনতা হত্যার বিচারেরও দাবি জানান তারা।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে