আত্রাইয়ে থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে থানা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই থানা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান সরদারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির
সদস্য মোঃ তসলিম উদ্দিন,সদস্য মোঃ আনোয়ার তরফদার,থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ খোরশেদ আলম,মোঃ পারভেজ ও মোঃ আশরাফুল (লিটন)।
এসময় উপস্থিত ছিলেন,আত্রাই থানা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ,সদস্য সচিব মোঃ আদর,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজাদ আলী,সদস্য সচিব মোঃ
মনোয়ার হোসেন লোটাস,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরুল কায়েস প্রমুখ।এছাড়াও আত্রাই থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।