বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক ক্যাম্পিং ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় স্থানীয় জনগোষ্ঠীকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পিং একটি গাছ, একটি শিশু কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের গাছে চারা বিতরণ করা হয়েছে। বুধবার গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় কারিগরি ও কৃষি কলেজ মিলন আয়তনে এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফ ম হাসান, বাঘা প্রেসক্লাবের সভাপতি, আব্দুল লতিফ মিঞা, গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশনে এর উপদেষ্টা পরিষদের মীর শওকত আলী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নইমুদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী সহ বাঘা উপজেলা ইউনিটের ত্যাগী ভলেন্টিয়ার। প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান গ্লোবাল কমিউনিটি অর্গানিজেশন একটি অ লাভজন ক অরাজনৈতিক বেসরকারি আত্মসামাজিক উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয় অধীনে নিবন্ধিত সংস্থাটি সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে চলেছে। বর্তমান সরকারের পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যায়ন খাতে অধিক গুরুত্ব প্রদান এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার অন্যতম ও প্রধান খাত হচ্ছে সামাজিক বনায়ন। দেশের কল্যাণের সমস্ত উদ্যোগ বাস্তবায়নের সহযাত্রী হিসেবে গ্লোবাল কমিউনিটি অর্গানাইজেশন কাজ করার জন্য অঙ্গীকার বন্ধ।