দেশের ক্রান্তীকালে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে স্কাউটদের ট্রাফিক সেবা প্রদান

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪; সময়: ১০:২০ অপরাহ্ণ |
দেশের ক্রান্তীকালে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে স্কাউটদের ট্রাফিক সেবা প্রদান

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ পুনরায় স্বাভাবিক গতিতে চলতে শুরু করলেও রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তাঘাটে নানা ধরণের যানযটের সৃষ্টি হয়েছিলো। এই যানযট নিরসনে দেশের ক্রান্তীকালীন সময়ে রাস্তায় নেমেছে ছাত্র,স্কাউট ও বিএনসিসি সদস্যরা।

রাজশাহী মহানগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ট্রাফিক পুলিশ না থাকায় স্কাউট সদস্যরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানজট নিরসনে ব্যস্ত সময় পার করছেন। দেশ যত দিন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসবে তত দিন স্কাউটরা তাদের এই সেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, রাজশাহী মহানগরীর ভদ্রা, তালাইমারি, বিনোদপুর, ষ্টেশন, রেলগেট, নগর ভবন, বর্নালী মোড়, লক্ষীপুর মোড়, সিএন্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড়, মনিচত্তর, সোনাদিঘী মোড়, সাহেব বাজার জিরো পয়েন্টসহ রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে স্কাউট সদস্যরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন।

সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, রাজশাহী মেট্রোপলিটন জেলা, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী রেলওয়ে জেলা ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী জেলা রোভারের শতাধিক স্কাউট সদস্য এই দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী ও সাধারণ জনগণ ট্রাফিক সেবার দায়িত্বপালনকারীদের কে পানি সরবরাহ করেছে বলে জানা গেছে।

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী রেলওয়ে জেলার একজন স্কাউট সদস্য মোঃ শামসাদ হোসাইন বলেন, ‘আমরা দেশ থেকে অন্যায়, অপরাধ ও জুলুমবাজদের বিদায় করেছি। সেই সঙ্গে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি। ঘটে যাওয়া সহিংসতায় সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোকে আমাদেরই বিনির্মাণ করতে হবে। দেশ যত দিন ঠিক না হচ্ছে আমরা আমাদের এই সেবা চালিয়ে যাব।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক শহিদুল ইসলাম জানান, আগে তাঁরা যখন গাড়ি চালাত তখন ঘনঘনই রাস্তায় যানযট সৃষ্টি হতো, এখন আর কোনো যানযট নেই। এতে করে তাঁরা অনেক খুশি।

বাংলাদেশ স্কাউটস, রাজশাহী মেট্রোপলিটন জেলার একজন স্কাউট মোঃ মাহফুজ আল মারুফ জানান, তিনি স্বেচ্ছায়, আনন্দে ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছেন। তার আরও কিছু সহপাঠী রয়েছে যারা আগামীকাল থেকে এই কাজে অংশগ্রহণ করবেন। তিনি এটা নিশ্চিত করতে চান সড়কে যেন আর কোনো ধরনের যানযট না হয়।

রাজশাহী মহানগরীতে স্কাউটরা ৭ আগস্ট ২০২৪ থেকে ট্রাফিক সেবা প্রদান শুরু করেছে। গত ১৩ আগস্ট ২০২৪ তারিখে ট্রাফিক পুলিশ পুনরায় তাঁদের কাজে ফিরে আসায় স্কাউটরা ১৫ ই আগস্ট ২০২৪ তারিখে তাঁদের ট্রাফিক সেবা প্রদান সম্পন্ন করেছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে