লালপুরে ট্রেনে কাটাপড়ে স্কুল শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪; সময়: ১০:২৬ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে শরিফুল ইসলাম শরিফ (৪৮) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে আব্দুলপুর – আজিমনগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি রেললাইনের বৃষ্ণুপুর এলাকার রেললাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরিফ লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলীর ছেলে।

নিহতের বড় ভাই আমিরুল ইসলাম জানান, স্থানীয় লোকজন ট্রেনে কাটা অবস্থায় শরিফের লাশ দেখতে পেয়ে আমাদেরকে জানালে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। তবে কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি।
এঘটনায় থানায় কোন মামলা হয়নি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে