ফের ভূমিকম্পে কাঁপলো তাইওয়ানের উত্তরাঞ্চল

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪; সময়: ৯:৩১ পূর্বাহ্ণ |
ফের ভূমিকম্পে কাঁপলো তাইওয়ানের উত্তরাঞ্চল

পদ্মাটাইমস ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠলো তাইওয়ানের উত্তরাঞ্চল। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিকম্পের কবলে পড়েছে দেশটি। খবর একাধিক গণমাধ্যমের।

আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় শুক্রবারে (১৬ আগস্ট) হওয়া এই ভূমকিম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৩। উত্তরাঞ্চলীয় এলাকা হুয়ালিয়েন থেকে ৩৪ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ দশমিক ৭ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প। ভূমিকম্পপ্রবণ তাইওয়ানে প্রায় ঘটে ভূমিকম্পের ঘটনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে