যে কোনো মুহূর্তে সুযোগ নিতে পারে শেখ হাসিনা : মীর্জা ফখরুল

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪; সময়: ১২:১০ অপরাহ্ণ |
যে কোনো মুহূর্তে সুযোগ নিতে পারে শেখ হাসিনা : মীর্জা ফখরুল

পদ্মাটাইমস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘ভাসমান অবস্থায় আছে দেশ। চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারে। সবাইকে সতর্ক থাকতে হবে।’’

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন । একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করার নির্দেশনা দেন মির্জা ফখরুল বলেন, এক ফ্যাসিবাদ পরাজিত করেছি, নব্য ফ্যাসিবাদ যেন না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে। অন্তবর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। সংগ্রাম জারি থাকবে।

ফখরুল আরও বলেন, সংখ্যালঘুরা আমাদের আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। এছাড়া বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য নেয়া হবে বলেও জানান বিএনপির এই নেতা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে