নরেন্দ্র মোদীকে ড. ইউনূসের ফোন
পদ্মাটাইমস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ কথা জানিয়েছেন ভারতের সরকার প্রধান।
তিনি লিখেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। ‘‘তিনি (মুহাম্মদ ইউনূস) বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন,’’ লিখেছেন নরেন্দ্র মোদী।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাঁকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
এদিকে বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ১৪০ কোটি ভারতীয়। প্রতিবেশী দেশ হিসেবে, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা নিয়ে যে উদ্বেগ, তা আমি অনুধাবন করতে পারি।
নরেন্দ্র মোদী বলেন, আমার আশা, পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমাদের মঙ্গল কামনা অব্যাহত থাকবে।