কেশরহাটে ড্রেনেজসহ রাস্তার কাজের উদ্বোধন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪; সময়: ৮:৩১ অপরাহ্ণ |
কেশরহাটে ড্রেনেজসহ রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত বিশালপুর মহল্লায় ৭০ মিটার ড্রেনেজসহ ২১০ মিটার সিসি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) দুপুর ২ টার দিকে জুম্মা নামাজ শেষে এলাকাবাসির যাতায়াতের সুব্যবস্থার করার লক্ষ্যে পৌরসভার বিশালপুর মহল্লার জামে মসজিদ হতে পূর্বপাড়া আবুল কালামের বাড়ি পর্যন্ত এ রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।

মেয়র শহিদুজ্জামান শহিদ বলেন, এ উন্নয়ন কাজে এডিপির অর্থায়নে প্রাথমিকভাবে ব্যয় ধার্য করা হয়েছে, ১৩ লাখ ৬১ হাজার ১ শত ৯৯ টাকা। তবে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী কাজের পরিমাণ বাড়তে পারে। সুতরাং আরো কিছু খরচ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ, প্যানেল মেয়র ১ নজরুল ইসলাম, প্যানেল মেয়র ২ আব্দুস ছাত্তার, মহিলা কাউন্সিল (সংরক্ষিত আসন) নাসিমা আক্তার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিংকু প্রামানিক, কার্য সহকারী মেসবাউল হক সাগর, লাইসেন্স পরিদর্শক রোকমত জামান টিটু, বিশালপুর গ্রামের প্রামানিক সমসের আলী মন্ডল, আবু বক্কর, বাবুল আক্তার, ইউনূস মন্ডল, সাবেক ইউপি সদস্য সামাদ মন্ডল সহ এলাকাবাসিরা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে