চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক, হাঁসুয়া উদ্ধার 

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৪; সময়: ৮:৪৩ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক, হাঁসুয়া উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গণকায় জরিনা বেগম নামে এক গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে স্বামী নুর নবী।

এ ঘটনায় ঘাতক স্বামীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

ঘাতক নুর নবী (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের এমাজ উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬ টার দিকে জরিনা বেগম রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে  উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ আহত জরিনা বেগম কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি নুর নবীর বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে