রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪; সময়: ৮:৫২ পূর্বাহ্ণ |
খবর > আন্তর্জাতিক
পদ্মাটাইমস ডেস্ক : রাশিয়ায় একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত এবং তিনজন আহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সাইবেরিয়ার আকাশে এ সামরিক বিমান বিধ্বস্ত হয়।
শুক্রবার (১৬ আগস্ট) এ কথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ।
তিনি বলেন, টিইউ-২২এম৩ নামের বিমানটি বৃহস্পতিবার রাতে ইরকুৎস্কের একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কোবজেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, সেখানে সারা রাত ধরে উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। এ দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে বলা হয় ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।