মসজিদের দোকান ঘর দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মসজিদের দোকান ঘর দখল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৭ আগষ্ট) দুপুর দেড়টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, পুঠিয়ার রাজবাড়ী বাজারে বিএনপি নেতা ফারুক হোসেন গ্রুপ ও শাব্বির গ্রুপ মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে ফারুক গ্রুপে আহত হয় ৪ জন। তারা হলেন, পাঁচআনী বাজারের আব্দুল মতিনের ছেলে বিএনপি নেতা ফারুক (৪০), এনামুল (৪৫), পুঠিয়ার এমদাদুলের ছেলে রুবেল (৩২), মতিনের ছেলে ভুট্টো (৩৫)।
অপর দিকে, শাব্বির গ্রুপেও ৪ জন আহত হয়েছেন। এরা হলেন, কৃষ্ণপুরের গফুরের ছেলে মোঃ চান্দু (৪৫), পুঠিয়া মেডিকেল পাড়ার সাইদুরের ছেলে শাকিব (২২), সামছুর ছলে বাবু ও গন্ডগোহালীর দেলোয়ারের ছেলে দিপ (৩২)।
আহতদের মধ্যে সাকিব ছুরিকাঘাতে জখম হন। প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। থানায় অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।