পুলিশের লুট হওয়া অস্ত্র মিলেছে ৭১৫টি, গুলি ১৮৫১২ রাউন্ড: সদরদপ্তর

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪; সময়: ১১:৩৭ অপরাহ্ণ |
পুলিশের লুট হওয়া অস্ত্র মিলেছে ৭১৫টি, গুলি ১৮৫১২ রাউন্ড: সদরদপ্তর

পদ্মাটাইমস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স থেকে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছে, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত নানা ধরনের ৭১৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ১৮ হাজার ৫১২ রাউন্ড গুলি, ১ হাজার ১১৮টি কাঁদানে গ্যাসের শেল এবং ৭০টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১৪ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথা জানানো হয়। ওই দিন পুলিশের মিডিয়া বিভাগ জানিয়েছিল, প্রায় ৯ দিন পর ৩০৯টি অস্ত্র এবং ৬২৫৮ রাউন্ড গুলি, টিয়ার গ্যাস সেল ৩১৮টি ও টিয়ার গ্যাস গ্রেনেড-২ এবং সাউন্ড গ্রেনেড- ৯টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের তোড়ে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানা, ফাঁড়ি ও পুলিশের বিভিন্ন ইউনিটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে