শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪; সময়: ৪:৫৯ অপরাহ্ণ |
শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ ৫ ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
বাংলাদেশে গরু পাচারের সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে তিনটি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান।

এর আগে শনিবার সকালে উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। অধিনায়ক লে. কর্ণেল মনির উজ জামান জানান, শনিবার সকালে ভারত থেকে তিনটি গরু নিয়ে পাঁচজন ভারতীয় নাগরিক রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে।

এ সময় গরুসহ তাদের আটক করে রঘুনাথপুর বিওপির বিজিবি সদস্যরা। জব্দ করা হয় দুটি ধারালো অস্ত্র। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে