শিক্ষার্থীদের তোপের মুখে নারী ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪; সময়: ৫:৩২ অপরাহ্ণ |
শিক্ষার্থীদের তোপের মুখে নারী ভাইস চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী। তাঁকে নিজ কার্যালয়ে পেয়ে পদত্যাগ করতে বাধ্য করেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আতিয়া ফেরদৌস কাকলীর পদত্যাগের দাবিতে আজ সকালে উপজেলা পরিষদে অবস্থান কর্মসূচি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ ছিল ৪ আগস্ট থেকে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছিলেন সে। এ সময় তাঁরা কাকলীর পদত্যাগ দাবি করেন, এ নিয়ে কিছু স্লোগানও দেয় । এরপর তাঁকে ইউএনও এর কার্যালয়ে নিয়ে যায় শিক্ষার্থীরা। এরপর পদত্যাগ করেন কাকলী। পদত্যাগের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ ও কয়েকজন সেনা সদস্য উপস্থিত ছিলেন।

রোববার বিকেলে পদত্যাগের বিষয়টি ইউএনও সুবীর কুমার দাশ সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে