রাজশাহীতে হিন্দুধর্মালম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক এই শ্লোগানে রাজশাহীতে হিন্দুধর্মালম্বীদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকার শিব মন্দিরের পাশে দুই শতাধিক হিন্দু পরিবারের সদস্যদের সাথে এক সম্প্রীতি সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মতিহার শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল ।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কখনোই কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ছিলো না থাকবেও না।
জামায়াত সকল সম্প্রদায়ের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাবে। আওয়ামীলীগ সরকার জামায়াতকে রাজাকার, জঙ্গিবাদের তকমা দিয়ে এতো দিন অন্য ধর্মের মানুষের কাছ থেকে দুরে রেখেছিলো।
এখন আর সেই দিন নাই, এখন সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলা।
সম্প্রীতির মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, মতিহার থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেলসহ অন্যান্যরা।