নলডাঙ্গা পৌরসভার দুর্নীতিবাজ মেয়রের অপসারণ দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গা পৌরসভার দুর্নীতিবাজ মেয়র মনিরুজ্জামান মনিরের অপসারণ দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট -২০২৪) সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা পৌরসভার মোড়ে নলডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সেক্রেটারী অ্যাডভোকেট এম সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আব্বাস আলী নান্নু,নলডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক ও নলডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহাসিন আলী, নলডাঙ্গা পৌর যুবদলের সভাপতি রুপচান আলী, সেক্রেটারী আলতাফ হোসেন সহ বিএনপির শত শত নেতাকর্মী।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে ভোট চুরি করে বিনা ভোটে মেয়র হয়ে মনিরুজ্জামান মনির বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করে লক্ষ লক্ষ টাকা আত্নসাত করেছে। আমরা মেয়রের অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবি জানাচ্ছি।